খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন নজরুল হাউজ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন নজরুল হাউজ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন নজরুল হাউজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মূল বিষয় ছিল “ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এ সময় কেসিপিএসসির অধ্যক্ষ লেঃ কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রভাষক হাফিজুল ইসলাম এবং বিচারকের দায়িত্বে ছিলেন প্রভাষক মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ফজলুল করিম ও সহকারী শিক্ষক শামীমা আক্তার।

দিনের সবচেয়ে আকর্ষণীয় ছিল খ গ্রুপের ফাইনাল রাউন্ড। সেখানে সরকারি দলের পক্ষে অংশ নেয় রবীন্দ্র হাউজ এবং বিরোধী দলের হয়ে অংশ নেয় নজরুল হাউজ। প্রতিযোগিতায় ২৯৪.৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় নজরুল হাউজ, আর ২৭৯.২০ পয়েন্ট নিয়ে রানার আপ হয় রবীন্দ্র হাউজ। এ গ্রুপে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে বিরোধী দলের সদস্য আহনাফ ইসলাম শাকিল।

অন্যান্য গ্রুপের ফলাফলের মধ্যে ক গ্রুপে (৬ষ্ঠ–৮ম, বাংলা) চ্যাম্পিয়ন হয় নজরুল হাউজ ও রানার আপ জসীম উদ্দীন হাউজ। গ গ্রুপে (ইংরেজি) চ্যাম্পিয়ন হয় রবীন্দ্র হাউজ ও রানার আপ জসীম উদ্দীন হাউজ। ঘ গ্রুপে (কলেজ) চ্যাম্পিয়ন হয় দ্বাদশ বি এবং রানার আপ হয় দ্বাদশ এ।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।