রাঙামাটিতে পিসিসিপির সচেতনতামূলক কর্মসূচি ‘ক্যাম্পেইন ২০২৫’

রাঙামাটিতে পিসিসিপির সচেতনতামূলক কর্মসূচি ‘ক্যাম্পেইন ২০২৫’

রাঙামাটিতে পিসিসিপির সচেতনতামূলক কর্মসূচি ‘ক্যাম্পেইন ২০২৫’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে “ক্যাম্পেইন ২০২৫” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামকে ঘিরে চলমান ও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র সম্পর্কে ছাত্র সমাজকে অবহিত করা এবং তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করা।

লিফলেটে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী শিক্ষার্থীরা যেন বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এবং নিজেদের ঐতিহাসিক পরিচয় ও অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত থাকে।

রাঙামাটিতে পিসিসিপির সচেতনতামূলক কর্মসূচি ‘ক্যাম্পেইন ২০২৫’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সংবিধানের আলোকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা চালু হলে তা যেন পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।