আদাবরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৩

আদাবরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৩

আদাবরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর আদাবর থানার বালুর মাঠ এলাকায় বাসায় ঢুকে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সকালে বালুর মাঠ এলাকায় একটি হত্যাকাণ্ডের খবর পাই। এ ঘটনায় জড়িতদের ধরতে সেনাবাহিনী মাঠে নামে। মোহাম্মদপুর এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন গ্রুপের সদস্যদের অবস্থান দ্রুত নির্ণয় করা হয়। তারপর বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে জানতে পারি যে, অ্যালেক্স সবুজ, মনির ও ইমন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘটনায় জড়িত ইমন ওরফে ভাইগ্না ইমন ওরফে দাঁত ভাঙা ইমন এবং তার দুই সহযোগী ইব্রাহিম ও আলামিনকে দুটি সামুরাইসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে সবুজ ও মনির সে জায়গা থেকে পালিয়ে যায়, তাই তাদেরকে গ্রেপ্তার করতে পারিনি। বাকিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে পরবর্তী আইনি কার্যক্রম সম্পাদনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। অভিযান চলাকালে কিছু সহযোগী বিল্ডিং থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাদেরও ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোরে আদাবর বালুর মাঠ এলাকায় বাসায় ঢুকে রিপন ওরফে নিপু নামে একজনকে কুপিয়ে আহত করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।