পাহাড়ে উৎসবের আমেজ: পূজা উদযাপন কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

পাহাড়ে উৎসবের আমেজ: পূজা উদযাপন কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

দীঘিনালায় জোনে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা সাজছে নতুন রূপে। পূজামণ্ডপে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকের শব্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। এমন আনন্দঘন সময়ে উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর দীঘিনালা জোন প্রাঙ্গণে বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।

এ সভা ছিল মূলত পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক।

এসময় মেজর মো. মেহেদী, উপজেলার পাঁচ ইউনিয়নের জনপ্রতিনিধি—মিনা চাকমা, গগন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, চয়ন বিকাশ চাকমা ও জ্ঞান চাকমা উপস্থিত ছিলেন।

এছাড়া সাংবাদিক সমাজের প্রতিনিধি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথও অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় নয়, এটি সাংস্কৃতিক সম্প্রীতির উৎসবও। পাহাড়ি-বাঙালি সবার অংশগ্রহণে এ উৎসব হয়ে ওঠে ঐক্যের প্রতীক। নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসন একসাথে কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয়।

সভা শেষে নয়টি পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে প্রীতি উপহার হিসেবে অনুদান তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক।

উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “উৎসব হোক আনন্দের, উৎসব হোক সম্প্রীতির।”

উৎসবের দিনগুলোতে দীঘিনালার প্রতিটি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করবেন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত সকলে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।