বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সমাপ্ত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সমাপ্ত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত সাত দিনব্যাপী এই মহড়া বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। তিনি মহড়ায় অংশগ্রহণকারী দুই দেশের বিমানসেনাদের উদ্দেশে সমাপনী বক্তব্য রাখেন এবং পরবর্তীতে অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র অফিসার এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান। এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধিরা মহড়ায় অংশগ্রহণ করেন।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল আপদকালীন ও প্রতিকূল পরিস্থিতিতে বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এর পাশাপাশি অংশগ্রহণকারী সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও দক্ষতা বৃদ্ধির ওপরও বিশেষ জোর দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছরই এ ধরনের প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে থাকে। বাংলাদেশে আয়োজিত এবারের মহড়া দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।