মণিপুরে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের পার্বত্য জেলাগুলোতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিন ধরে চালানো এই অভিযানে অংশ নেয় মণিপুর পুলিশ, আসাম রাইফেলস, সেনাবাহিনী ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ)।
অভিযান পরিচালিত হয় চুরাচাঁদপুর, চান্দেল ও তেংনৌপাল জেলায়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এলাকা ও দুর্গম স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮৭টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে এম-১৬, এমএ-১ ও ইনসাস রাইফেল, ৯ মি.মি. এফজিসি এমকে-টু রাইফেল, .৩০৩ রাইফেল, কারবাইন, পিস্তল, শটগান, লাঠোড, পাম্পি গানসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। এছাড়া উদ্ধার করা হয় ৫টি লাঠোড বোমা, ৫৭ রাউন্ড গুলি, ২৩টি রেডিও সেট, দুটি চার্জার ও দুটি বডি প্রটেকশন জ্যাকেট প্লেট।
মণিপুর পুলিশ জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা সাধারণ জনগণকে অনুরোধ করেছে, কোথাও অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া গেলে নিকটস্থ থানায় বা সেন্ট্রাল কন্ট্রোল রুমে জানাতে।
সিনিয়র কর্মকর্তারা বলেন, “মণিপুরে শান্তি ফিরিয়ে আনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবন-সম্পদ সুরক্ষায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।”
প্রসঙ্গত, সম্প্রতি মণিপুরে সহিংসতা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে কেন্দ্রীয় সরকার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।