মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমান অবৈধ অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় প্রাণঘাতী হামলার একদিন পরই চুরাচাঁদপুর জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আসাম রাইফেলস।
প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিত শুক্লা জানান, শনিবার নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জি. খোনম গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৮টি সিঙ্গেল ব্যারেল ১২-বোর রাইফেল উদ্ধার করা হয়। স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত ও সমন্বিতভাবে এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতাপ্রবণ এই অঞ্চলে অস্ত্র উদ্ধার একটি গুরুত্বপূর্ণ সাফল্য, যা সম্ভাব্য হামলা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।
এর আগে শুক্রবার জাতীয় মহাসড়ক ২-এর নাম্বোল সবল লাইখাই এলাকায় আসাম রাইফেলসের একটি কনভয়ে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। পাটসই কোম্পানি বেস থেকে নাম্বোল যাওয়ার পথে এ হামলা হয়। এতে নিহত হন মেঘালয়ের ইস্ট খাসি হিলসের ৫৯ বছর বয়সী নাইব সুবেদার শ্যাম গুরুং এবং ছত্তিশগড়ের বাস্তার জেলার ৩৬ বছর বয়সী রাইফেলম্যান রঞ্জিত সিং কাশ্যপ।
এ ঘটনায় আরও পাঁচজন সেনা আহত হন। বর্তমানে তারা ইম্ফলের আঞ্চলিক চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট (আরআইএমএস)-এ চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আক্রমণকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী একটি মারুতি ভ্যান আটক করেছে, যা হামলায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়াও বিষ্ণুপুর ও পার্শ্ববর্তী চুরাচাঁদপুরে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের যৌথ বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, সীমান্তবর্তী এই জেলা মিয়ানমার ও মিজোরামের সঙ্গে যুক্ত এবং অতীতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার জন্য পরিচিত।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারির পর এটিই সবচেয়ে বড় সহিংস হামলা।
আসাম রাইফেলস জানিয়েছে, সহিংসতাপ্রবণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।