পাকিস্তানের কাশ্মীর শিগগিরই ভারতের সঙ্গে জুড়বে: রাজনাথ সিং

পাকিস্তানের কাশ্মীর শিগগিরই ভারতের সঙ্গে জুড়বে: রাজনাথ সিং

পাকিস্তানের কাশ্মীর শিগগিরই ভারতের সঙ্গে জুড়বে: রাজনাথ সিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীর (এজেকে) শিগগিরই ভারতের অংশ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দুদিনের সফরে উত্তর আফ্রিকার দেশ মরোক্কো সফরে রয়েছেন তিনি। সোমবার সেখানেই ভারতীয় প্রবাসীদের একটি অনুষ্ঠানে রাজনাথ সিং দাবি করেন, ভারতকে যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করতে হবে না সেখানকার জনগণ নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্দোলন শুরু করবেন।

তিনি বলেন, ‘পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর শিগগিরই ভারতের অংশ হয়ে উঠবে এবং সেখানকার জনগণও এর দাবি জানাতে শুরু করেছে। আমি তখন বলেছিলাম যে আমাদের পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরকে আক্রমণ করে দখল করার দরকার নেই। পাক অধিকৃত কাশ্মীর একদিন নিজেই বলবে, “ম্যায় ভি ভারত হুঁ”। সেই দিন আসবেই।’

এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক দ্বন্দ্ব নিয়েও কথা বলেন রাজনাথ সিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরেও ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনও প্রতিক্রিয়া দেখাইনি… যারা উদার মনের এবং উদার হৃদয়ের মানুষ, তারা তাৎক্ষণিকভাবে কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানান না।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দুই দিনের মরক্কো সফরে দেশটির বেরেচিড শহরে ভারতীয় শিল্প গ্রুপ টাটা অ্যাডভান্সড সিস্টেমসের একটি সাজোয়াযান তৈরির কারখানা উদ্বোধন করবেন, যা আফ্রিকার প্রথম ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা হবে। এছাড়া এটি কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রথম মরক্কো সফর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।