খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর অনুদান প্রদান

খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর অনুদান প্রদান

খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর অনুদান প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের পক্ষে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি লক্ষাধিক টাকার বেশি এই অনুদান বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে তুলে দেন।

অনুদান প্রদানকালে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এতে অংশ নেন। তিনি পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতা, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

গুইমারা মন্দির কমিটির সভাপতি নির্মল বণিক সেনাবাহিনীর সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, “দুর্গোৎসব এখন সবার উৎসব। সেনাবাহিনীর এই সহায়তা আমাদের উৎসবকে আরও আনন্দমুখর করবে।”

এদিকে প্রশাসন জানিয়েছে, পাহাড়সহ সারাদেশে দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মোতায়েন থাকবে। প্রতিটি পূজামণ্ডপে গঠন করা হয়েছে মনিটরিং টিম, যারা সার্বক্ষণিক তদারকির পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কাজ করবে। পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।