লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় মোহাম্মদ ফিরোজ নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গাঁথাছড়া এলাকায় অভিযান চালানো হয়।

লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের নেতৃত্বে সেনাদের একটি টহল দল মাইনী খালের উভয় পাশে গোপনে অবস্থান নেয়।

রাত ৯টা ৪০ মিনিটে সন্দেহভাজন একটি নৌকা গাঁথাছড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনারা থামার নির্দেশ দেয়। কিন্তু তারা পালাতে চাইলে সেনারা ধাওয়া করে। এ সময় নৌকায় থাকা তিনজনের মধ্যে দুইজন পানিতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। তবে সেনারা মোহাম্মদ ফিরোজকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

আটক ফিরোজের বাড়ি মাইনী ইউনিয়নের গাঁথাছড়া মিস্তিরি টিলা এলাকায়।

সেনাবাহিনী জানায়, দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছানোর জন্য চোরাকারবারিরা প্রায়ই বাঘাইছড়ি, মারিশ্যা পাহাড়ি জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করে থাকে। এসব অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।