মণিপুরে সমন্বিত অভিযানে তিন জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র- বিস্ফোরক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে আবারও জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার তিনটি জেলায় পরিচালিত সমন্বিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তিন জঙ্গিকে। এসময় উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র, বিস্ফোরক এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ যন্ত্রপাতি।
সবচেয়ে আলোচিত গ্রেপ্তারটি হয়েছে ইমফল পূর্ব জেলায়। ব্রাহ্মপুর বামন লেইকাই এলাকার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী কাংজাম রাকেশ সিংহ (৪৮)–কে ময়ারাংখোম ওল্ড থুম্বুথোং মাখং এলাকা থেকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লোডেড ৯ মিমি পিস্তল ও তাজা গুলি। এ ঘটনায় রাজ্যের অস্ত্র চোরাচালান নেটওয়ার্কের সক্রিয়তা আবারও সামনে এলো।
ইমফল পশ্চিম জেলার বিটি পার্ক এলাকায় প্রেপাক (PREPAK)-এর কথিত এক কর্মী নাওরেম আবিনাশ সিংহ (১৯) গ্রেপ্তার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে সম্প্রতি কাকচিং এলাকার এক বাসিন্দার কাছ থেকে ৫ হাজার রুপি চাঁদা আদায় করেছিল।
অন্যদিকে বিষ্ণুপুর জেলার ত্রোংলাওবি এলাকায় আরপিএফ/পিএলএ (RPF/PLA)-এর সক্রিয় সদস্য সালাম কিপজেন সিংহ (৪৫)-কে আটক করা হয়। তার মোটরসাইকেলসহ একাধিক যোগাযোগ যন্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এছাড়া কাকচিং জেলার কৈবুং এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ৪৭০ গ্রাম টিএনটি, একটি ইলেকট্রিক ডেটোনেটর, ধাতব কন্টেইনার, স্প্লিন্টার এবং কয়েক কেজি ওজনের বিভিন্ন আইইডি উপাদান।
গ্রেপ্তার তিনজনের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিমকার্ড ও যোগাযোগ যন্ত্রও জব্দ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো থেকে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত, চলমান শান্তি প্রক্রিয়ার মধ্যেও মণিপুরে সশস্ত্র সংগঠনগুলোর কার্যক্রম অব্যাহত থাকায় প্রশাসন কঠোর নজরদারি ও অভিযান জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।