সপ্তাহজুড়ে যৌথ অভিযানে দেশের বিভিন্ন এলাকায় ৪৪ জন অপরাধী গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গত ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এই অভিযানে বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে অংশ নিয়েছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সন্ত্রাসী, দুস্কৃতিকারী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়ারী এবং মাদকাসক্ত। অভিযানে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১টি ককটেল, ১৩২ রাউন্ড গোলাবারুদ, দেশী ও বিদেশী ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, ককটেল তৈরির রাসায়নিক, মোটরসাইকেল, পুলিশের পোশাক, মোবাইলফোনসহ নগদ অর্থ ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।