বাঘাইছড়িতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করল মারিশ্যা জোন
 
                 
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
রোববার দুপুরে উপজেলার শ্রীশ্রী রক্ষা কালি মন্দির পরিদর্শন করেন জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি পূজা উদযাপন কমিটির সহায়তার জন্য নগদ অর্থ এবং অসহায় ২০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরে জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি বদ্ধপরিকর। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের আইন-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক দৃষ্টি রাখছে।”
উল্লেখ্য, দুর্গোৎসবকে ঘিরে পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
