ষড়যন্ত্রকারীদের অর্থায়ন করছে পার্বত্য জেলা পরিষদ?

ষড়যন্ত্রকারীদের অর্থায়ন করছে পার্বত্য জেলা পরিষদ?

ষড়যন্ত্রকারীদের অর্থায়ন করছে পার্বত্য জেলা পরিষদ?
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

মোঃ সাইফুল ইসলাম

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন নিরীহ পরিবারগুলো। ঘটনাগুলোর দায় কার ওপর, কারা পেছন থেকে উসকানি দিয়েছে, কারা পরিকল্পনা করেছে—এ নিয়ে এখনো তদন্ত চলছে। কিন্তু এর মধ্যেই খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার আচরণ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

শোনা যাচ্ছে, তিনি ক্ষতিগ্রস্ত কিংবা সংঘর্ষের সময় আহত উপজাতি সম্প্রদায়ের জন্য ১২ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছেন। অথচ যারা আসল ষড়যন্ত্রের শিকার—অর্থাৎ বাঙ্গালি পরিবারগুলো—তাদের জন্য কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।

প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি কেবল একপক্ষকে সাহায্য করছেন? আর যদি তা-ই হয়ে থাকে, তবে এই সাহায্য কি তাদের উৎসাহিত করছে না, যারা দা/ঙ্গা উসকে দিয়ে পরিস্থিতি জটিল করেছে?

জেলা পরিষদ একটি সরকারি প্রতিষ্ঠান। এর কাজ হওয়া উচিত সব জনগোষ্ঠীর স্বার্থে কাজ করা—কোনো বিশেষ গোষ্ঠীর জন্য একচেটিয়া নয়। যখন পরিষদ থেকে একপক্ষীয়ভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তখন সেটি শুধু বৈষম্য নয়, বরং সংঘাতপ্রবণ এলাকায় শান্তি প্রতিষ্ঠার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়।

শেফালিকা ত্রিপুরা যদি সত্যিই উপজাতিদের জন্য ১২ লাখ টাকার বরাদ্দ দিয়ে থাকেন, তবে এর জবাব তাঁকে দিতেই হবে—কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া মেনে এই অর্থ ব্যয় হয়েছে কি না, নাকি রাজনৈতিক বা নৃতাত্ত্বিক পক্ষপাত থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাঙ্গালি পরিবারগুলোর জন্য তিনি এখনো কোনো পদক্ষেপ নেননি কেন, তারও উত্তর থাকা দরকার।

সবার করের টাকা দিয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠানের একতরফা ব্যয় কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বরং এর মাধ্যমে যারা দা/ঙ্গার নেপথ্যে ছিল, তারা আরও উৎসাহিত হতে পারে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে—স্থানীয় প্রশাসন ও পরিষদগুলোতে প্রভাবশালী একটি মহল সবসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স্বার্থের নাম করে একতরফা সিদ্ধান্ত নেয়, অথচ বাঙ্গালিদের প্রতি ন্যায্যতা প্রদর্শন করে না। এবার শেফালিকা ত্রিপুরার পদক্ষেপ সেই অভিযোগকেই আরও জোরালো করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed