ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প, জনগণকে সচেতনতার আহ্বান
![]()
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও সীমান্তে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বলেছেন, “অপরাধীরা যেন দেশ ত্যাগ করতে না পারে এবং অন্য দেশের অপরাধীরা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে। অপরাধ ঠেকাতে সীমান্তের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গীর বাঙালী পাড়া মমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং তাদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্ণেল মুহাম্মদ সুরুজ মিয়া আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই; আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করে চলেছি। এই ধরণের কার্যক্রম পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সামাজিক সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উল্লেখ্য, বিজিবি নিয়মিতভাবে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে, যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।