বাঘাইছড়িতে ২৭ বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম: স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি) বিভিন্ন স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেছে।
এসময় হতদরিদ্র পরিবার, সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) মারিশ্যা জোন সদরে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ।
অনুষ্ঠানে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিওগণ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বিজিবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান রোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করা আমাদের ধারাবাহিক দায়িত্ব।”
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।