দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

আজ বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম এবং খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন।

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান

এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান

মন্দির পরিদর্শনে গিয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির হাতে উপহার সামগ্রী তুলে দেন।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের মন্দির পরিদর্শন, উপহার প্রদান

পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।