মানিকছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত বাঙালি কৃষকের ৫ একর জমি

মানিকছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত বাঙালি কৃষকের ৫ একর জমি

মানিকছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত বাঙালি কৃষকের ৫ একর জমি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় ইউপিডিএফ (প্রসীতপন্থী) সন্ত্রাসী কর্তৃক এক বাঙালি কৃষকের প্রায় ৫ একর জমির সবজি ক্ষেত ও ফলজ বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার পূর্ব গচ্ছাবিল গ্রামের কৃষক মোঃ হাসেমের মালিকানাধীন জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোঃ হাসেমের বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাহাড়ি অধ্যুষিত বকরিপাড়া এলাকায় তার লাউ ক্ষেত, কলাগাছ ও ফলজ বাগান ছিল। ইউপিডিএফ (প্রসীত) দলের পোস্ট পরিচালক রয়েল মারমার নির্দেশে ৬–৭ জনের একটি দল পরিকল্পিতভাবে ওই জমিতে হামলা চালায়। এতে প্রায় ২০ শতাংশ লাউ ক্ষেত, ৫০–৬০টি কলাগাছ, ৫টি আমগাছ, ৬০টি ছোট সুপারি গাছ এবং ২টি পেয়ারা গাছ কেটে ফেলা হয়। পাশাপাশি একটি টং ঘরও ভেঙে দেয় সন্ত্রাসীরা।

মানিকছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত বাঙালি কৃষকের ৫ একর জমি

এলাকাবাসীরা জানান, ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা প্রায়ই এলাকায় ঘোরাফেরা করে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। হঠাৎ এমন ধ্বংসযজ্ঞে আশপাশের গ্রামে ভীতি ছড়িয়ে পড়েছে। কৃষকরা জীবিকা হারানোর শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ হাসেম বলেন, “আমি বহু কষ্ট করে জমিতে ফসল তুলেছিলাম। সন্ত্রাসীরা সব নষ্ট করে দিলো। প্রশাসনের কাছে অনুরোধ করছি, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আমাদের জীবিকা রক্ষার ব্যবস্থা করা হোক।”

প্রসঙ্গত, পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। নিরাপত্তা জোরদার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ ছাড়া সাধারণ কৃষকরা সুরক্ষিতভাবে জীবন-জীবিকা চালাতে পারছেন না বলে অভিযোগ স্থানীয়দের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।