ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ অক্টোবর) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকার আচকিপাড়া থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, রাতে আচরিপাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন প্রকার ওষুধ পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। এসময় বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। যার বাজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। আটককৃত মালামাল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, সীমান্তে মাদক, চোরাচালানের মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed