সামাজিক মাধ্যমে প্রচারিত প্রতিমা ভাঙচুরের ছবি ২০১৯ সালের ঘটনার
![]()
নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দাবি করা হচ্ছে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের কলারদোনিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ঘটনাটি বর্তমান সময়ের নয়; এটি ২০১৯ সালের একটি পুরোনো ঘটনা। সে সময় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একই দিনে তিনটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে আটক করেছিল স্থানীয়রা।
২০১৯ সালের ২০ অক্টোবর দৈনিক ইত্তেফাক-এর ওয়েবসাইটে প্রকাশিত “পিরোজপুরে ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১” শিরোনামের একটি প্রতিবেদনে দেখা যায়, সেই সময়ের ঘটনাস্থলের ছবির সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটির মিল রয়েছে।
🔗 সূত্র: ইত্তেফাক আর্কাইভ
প্রতিবেদন অনুযায়ী, উপজেলার কলারদোনিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালি মন্দির, কলারদোনিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির এবং বাজারসংলগ্ন অবসরপ্রাপ্ত শিক্ষক অধির রঞ্জন মল্লিকের বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। পরে স্থানীয়রা কামরুল ইসলাম সুজন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ছাড়া বিডিনিউজ২৪ ডটকম-এর প্রতিবেদনে প্রকাশিত ছবি এবং অভিযুক্ত ব্যক্তির ছবির সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।
🔗 সূত্র: বিডিনিউজ২৪ আর্কাইভ
অতএব, সামাজিক মাধ্যমে পিরোজপুরে সাম্প্রতিক প্রতিমা ভাঙচুরের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এটি আসলে ২০১৯ সালের একটি পুরোনো ঘটনার ছবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।