বান্দরবানের লামায় চাঁদাবাজির সময় ৩ উপজাতি যুবক আটক: পুলিশের কাছে সোপর্দ

বান্দরবানের লামায় চাঁদাবাজির সময় ৩ উপজাতি যুবক আটক: পুলিশের কাছে সোপর্দ

বান্দরবানের লামায় চাঁদাবাজির সময় ৩ উপজাতি যুবক আটক: পুলিশের কাছে সোপর্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে তিন উপজাতি যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি টঙ্গঝিরি পাড়া থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হলেন— বান্দরবান সদর উপজেলার উজুমুখ হেডম্যান পাড়ার ছোরি মং মার্মার ছেলে বোক্য মার্মা (৩৪), আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফারপাড়ি পাড়ার মেনওয়াই ম্রো’র ছেলে মেনযুক ম্রো (৩৫) এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালি ইউনিয়নের নিচেরপাড়ার অংথোয়াই প্রু মার্মার ছেলে মংচিং থোয়াই মার্মা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক তিন যুবক সরই ইউনিয়নের টঙ্গঝিরি পাড়াসহ আশপাশের এলাকায় সাধারণ কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ভুক্তভোগীরা প্রাণনাশের ভয়ে মুখ খুলতে পারছিলেন না। রবিবার রাত দেড়টার দিকে চক্রটি আবারও একই উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদের আটক করে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজি করার সময় স্থানীয়রা তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।