মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“মানবতার সেবায় সেনাবাহিনী” এই অঙ্গীকারকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী মহালছড়ির দুর্গম পঙ্খীমুড়া এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য আয়োজন করা এই চিকিৎসা কার্যক্রমে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানা সাধারণ রোগে আক্রান্ত মানুষ ছিলেন।

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তিনি রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য “আশীর্বাদস্বরূপ।” তারা বলেন,

“অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। সেনাবাহিনীর এ সেবা আমাদের অনেক উপকারে এসেছে।”

মহালছড়ি জোনের কর্মকর্তারা জানান, সেনাবাহিনী কেবল দেশের সীমান্ত ও নিরাপত্তারক্ষায় নয়, বরং জনসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অসহায় মানুষের মুখে হাসি ফোটিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মহালছড়ি জোনের এই উদ্যোগ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।