রামগড়ের দূর্গম গৈয়াপাড়ায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গৈয়াপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রামগড় বিজিবি জোন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে দুই শতাধিক গরিব ও অসহায় পাহাড়ি ও বাঙালি জনগণ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।

রামগড় জোনের উপ-অধিনায়কের উপস্থিতিতে জোনের মেডিকেল অফিসার এ চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পে আগত স্থানীয় বাসিন্দারা জানান, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। বিজিবির এই উদ্যোগ আমাদের অনেক উপকারে এসেছে।”
তারা বিজিবির এ মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রামগড় জোনের এক কর্মকর্তা বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, বরং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ জনসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও বিজিবি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
রামগড় বিজিবির এ উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় সৃষ্টি হয়েছে এক ইতিবাচক সাড়া—মানবিক সহায়তার হাত বাড়িয়ে সীমান্ত রক্ষাকারী বাহিনী আবারও প্রমাণ করেছে, তারা শুধু দেশের সীমান্তেই নয়, মানুষের পাশে থেকেও নিরাপত্তার প্রতীক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।