সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা, যৌথবাহিনীর অভিযানে ৭ জন গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ শহরে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর ও লালসাবাড়ি এলাকার দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়, যা টানা দুই ঘণ্টা স্থায়ী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন একটি স্থানীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে সোমবার রাতে উভয়পক্ষ পুনরায় মুখোমুখি হয়। সংঘর্ষে প্রায় ২ হাজার ব্যক্তি অংশ নেয়, যা আগের দিনের ঘটনার তুলনায় দ্বিগুণ। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
রাত আনুমানিক ১১টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত মূল হোতা হিসেবে চিহ্নিত সাতজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারারাত টহল জোরদার করেছে।
এক কর্মকর্তা বলেন, “যৌথবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে এমন অরাজকতা প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করবে।”
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন জানিয়েছে—আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।