বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ ২৮ অক্টোবর—বাংলাদেশের ইতিহাসে গৌরব ও বেদনার এক দিন। এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান, দেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” খেতাবপ্রাপ্ত শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে। ১৯৭১ সালের এই দিনে ধলই সীমান্তে শত্রুর এলএমজি পোস্ট ধ্বংস করতে গিয়ে তিনি বীরত্বের সঙ্গে শাহাদাত বরণ করেন।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে অভাব-অনটনের মধ্যেও দৃঢ়চেতা ও কর্মোদ্যমী এই তরুণের মনে সেনা জীবনের প্রতি আকর্ষণ জন্ম নেয় খুব অল্প বয়সেই। ১৯৭১ সালের জানুয়ারিতে তিনি ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন—যে রেজিমেন্ট পরে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২৫ মার্চের গণহত্যার পর তিনি নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যান এবং পরবর্তীতে মুক্তিবাহিনীতে যোগ দিয়ে দেশের স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যান। ধলই সীমান্তে ২৮ অক্টোবর ভোরে শুরু হয় তাঁর জীবনের শেষ যুদ্ধ। কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন কাইয়ুমের নির্দেশে হামিদুর শত্রুপক্ষের একটি এলএমজি পোস্ট ধ্বংসের অভিযানে এগিয়ে যান। অমানুষিক সাহস দেখিয়ে তিনি দুই পাকিস্তানি সৈন্যকে মোকাবিলা করেন এবং শেষ পর্যন্ত শত্রু এলএমজি ধ্বংস করেন। তবে সেই লড়াইয়েই তিনি বীরত্বের সঙ্গে শহীদ হন।

তাঁর এই আত্মত্যাগের ফলেই মুক্তিযোদ্ধারা ধলই সীমান্ত ঘাঁটি দখল করতে সক্ষম হন—যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃত। শহীদ হামিদুর রহমানের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

শত্রুমুক্তির পর তাঁর সহযোদ্ধারা মরদেহটি ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা গ্রামে দাফন করেন। পরবর্তীতে ২০০৭ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁর দেহাবশেষ বাংলাদেশে এনে নিজ জন্মভূমিতে পুনরায় সমাহিত করা হয়।

উল্লেখ্য, দেশের প্রতি অগাধ ভালোবাসা, নিঃস্বার্থ দায়িত্ববোধ ও অকুতোভয় সাহসিকতার প্রতীক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আজও তরুণ প্রজন্মের কাছে এক চিরন্তন অনুপ্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ স্মরণে আজ সারাদেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed