আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সমাধান আসেনি আলোচনায়

আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সমাধান আসেনি আলোচনায়

আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সমাধান আসেনি আলোচনায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখান থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি বলে মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রদিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায়। এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। যা ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ ছিল।

নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি।

সংঘর্ষের মধ্যে গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে। তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু দ্বিতীয় দফায় ইস্তাম্বুলে কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি তারা। এজন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশ।

পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কার্যক্রম ঠেকাতে আফগানিস্তানকে অনুরোধ করেছিলেন। কিন্তু আফগান তালেবান সরকার এতে অসম্মতি জানিয়েছে।

অপরদিকে আফগানিস্তানের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে এ ইস্যু নিয়ে ‘উত্তপ্ত বাক্য বিনিময়’ হয়েছে। তিনি বলেছেন, আফগানিস্তান জানিয়েছে, টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

আফগান সরকারের সঙ্গে রয়টার্স এ ব্যাপারে যোগাযোগ করেছিল। কিন্তু তারা কোনো মন্তব্য করেনি।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তানের অভিযোগ, সীমান্তের ওই পাড়ে টিটিপির সন্ত্রাসীরা নিজেদের সংগঠিত করার কাজ করে। এতে তালেবান সরকার মদদ দেয়। কিন্তু তালেবান পাকিস্তানের এ দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed