মণিপুরে সশস্ত্র জঙ্গি দমনে নিরাপত্তাবাহিনীর সমন্বিত অভিযান, গ্রেফতার ৬ জন
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে অন্তত ৬ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী ও রাজ্য পুলিশ। থৌবাল, কাকচিং ও ইম্ফল ইস্ট জেলায় পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জঙ্গি সংগঠনের ব্যবহৃত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে।
থৌবাল জেলার লিলং থানার আওতাধীন চোংথাম কোণা এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ-পি) এর সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন ইম্ফল ওয়েস্টের মায়াং ইম্ফল কোঞ্চাক এলাকার চাবুঙ্গবম অর্জুন সিং ও কাকচিং জেলার ইরোং চেসাবা এলাকার মোঃ নাজির খান। তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও পাঁচটি জীবন্ত গুলি উদ্ধার করা হয়। অভিযানে জড়িতরা চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে পুলিশ জানায়।

অপরদিকে থৌবালের খোংজম বাজার এলাকা থেকে কেএসিপি (তাইবাঙ্গানবা) গোষ্ঠীর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন বিষ্ণুপুর জেলার একটি প্লাটুনের সদস্য হিজাম ঙ্গাম্বা মেইতেই, ইম্ফল ইস্ট এর নোংথোমবম অমুজাও সিং এবং বিষ্ণুপুরের কিয়াম রাজেশ সিং। একই দিনের আরেক অভিযানে ইম্ফল ইস্ট থেকে এই সংগঠনের আরও একজন সদস্য কঙ্গাবম গৌরো মেইতেইকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ল্যাংথাবাল খুনোউ পাহাড়ি এলাকায় গোপন অস্ত্রাগারে অভিযান চালিয়ে একটি .৩০৩ রাইফেল, তিনটি রিপিটার গান, তিনটি শটগান, তিনটি গ্রেনেড, পাঁচটি ডেটোনেটর, ৩০ রাউন্ড গুলি এবং সংগঠনের ব্যবহৃত চাঁদা দাবির নোটিশ ও সিল উদ্ধার করা হয়।
এ ছাড়া কাকচিং জেলার লামদং এলাকা থেকে কেএসিপি (তাইবাঙ্গানবা)-এর স্বঘোষিত সার্জেন্ট পদমর্যাদার আরেক সদস্য মেইসনাম লাংগাম্বা মেইতেইকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মণিপুরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর চাঁদাবাজি, আঞ্চলিক আধিপত্য ও সহিংসতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাবাহিনী টানা অভিযান চালিয়ে আসছে। স্থানীয় প্রশাসনের দাবি—এসব অভিযান অব্যাহত থাকলে সশস্ত্র কর্মকাণ্ড আরও কমে আসবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।