মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে কুকি ন্যাশনাল আর্মির চার সশস্ত্র সদস্য নিহত

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে কুকি ন্যাশনাল আর্মির চার সশস্ত্র সদস্য নিহত

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে কুকি ন্যাশনাল আর্মির চার সশস্ত্র সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরের চুরাচাঁদপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-এর চার সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে জেলার হেংলেপ উপ-জেলার খানপি গ্রামে এ সংঘর্ষ ঘটে। এলাকাটি চুরাচাঁদপুর শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, সেনা টহলদলের ওপর ইউকেএনএ সদস্যরা আগে থেকেই অবস্থান নিয়ে ‘অপ্ররোচিত গুলি’ চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। প্রায় কিছুক্ষণ সংঘর্ষের পর ঘটনাস্থলেই সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হয় বলে মন্ত্রণালয় দাবি করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউকেএনএ সম্প্রতি এলাকাবাসীর ওপর ভয়-ভীতি প্রদর্শন, একটি গ্রাম প্রধানকে হত্যা এবং এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছিল। এ পরিস্থিতিতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, “নিহত সশস্ত্র সদস্যরা ‘সাসপেনশন অব অপারেশন (SoO)’ চুক্তির অন্তর্ভুক্ত কোনো সশস্ত্র গোষ্ঠীর নয়। অভিযানের সাফল্য প্রমাণ করে যে নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

ইউকেএনএ মূলত চুরাচাঁদপুর অঞ্চলকে কেন্দ্র করে সক্রিয় বলে জানা যায়।

উল্লেখ্য, মণিপুরে গত বছরের জাতিগত সহিংসতার পর থেকে পাহাড়ি এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা বাড়ে এবং নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *