গুইমারা ও স্বনির্ভর বাজার সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রামসু বাজার ও জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।
আজ দুপুরে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন কার্যক্রমের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সহায়তার অংশ হিসেবে গুইমারায় নিহত প্রত্যেক পরিবারকে প্রদান করা হয় ২ লাখ টাকা করে, আহত ১৩ পরিবারকে ১৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়।
এর আগে, ঘটনার পরপরই নিহতদের পরিবারকে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিল।
একই দিন বিকেলে জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় সহিংসতায় আহত ৭ জন ও ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝেও একই মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। ওই ঘটনার পর সেনাবাহিনীও আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা করে।
এদিকে, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে আরও ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিতরণ করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর গুইমারায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের হামলা সেনাবাহিনীর এক মেজরসহ অন্তত ১৩ জন আহত হন এছাড়া ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হন। এছাড়া সন্ত্রাসীরা স্থানীয় দোকানঘর, বাসাবাড়ি ও বাজার এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এর আগের দিন ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজার ও মহাজন পাড়ায়ও একই সংগঠনের সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা সংঘটিত করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।