পাহাড়ে নতুন ৪টি পদাতিক ব্রিগেড ও ২০০ সেনা ক্যাম্প চান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আযমী
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট দেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান চেয়ে ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৪টি পদাতিক ব্রিগেড ও ২০০টি সেনা ক্যাম্প পার্বত্য চট্টগ্রামে মোতায়েনে প্রধান উপদেষ্টার নির্দেশ চাইছেন। এই ব্যবস্থা নেয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে স্ট্যাটাসে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
৬ নভেম্বর দেয়া স্ট্যাটাসে সাবেক এই সেনা কর্মকর্তা লেখেন- ‘মাননীয় প্রধান উপদেষ্টা সমীপেষু, স্যার, দেশের অখন্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের বিকল্প নেই। আপনি সরকার প্রধান হিসেবে এই লক্ষ্যে আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ভারতের গোলাম আওয়ামী লীগ সরকার প্রায় ২০০টির মত ক্যাম্প গুটিয়ে নিয়ে ভারতের মমদদপুষ্ট সন্ত্রাসীদের কর্মকাণ্ড বৃদ্ধি করতে সুযোগ করে দিয়েছে একমাত্র ভারতের স্বার্থে। এ থেকে স্থায়ীভাবে উত্তোরণের জন্য আমি একটি বিশেষজ্ঞ টিম নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের পরামর্শ, জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৪টি পদাতিক ব্রিগেড পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করার হুকুম দিন। প্রতিটি ব্রিগেড ৫০টি করে ক্যাম্পের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে। এক্ষণে, বরিশাল, রামু, সিলেট এবং কিশোরগঞ্জ থেকে একটি করে ব্রিগেড নিয়ে সেই অঞ্চলে মোতায়ন করায় কোনো সমস্যা নেই। দীর্ঘ মেয়াদি সমাধানের পরিকল্পনা বের করা সময় সাপেক্ষ। আপাততঃ এই ব্যবস্থা নেয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
ফেইসবুকে তাঁর এই স্ট্যাটাস সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইতিবাচক মন্তব্য করেন। এটিকে সঠিক ও সময়োপযোগী পরামর্শ উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তাকে ধন্যবাদ জানান নেটিজেনরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।