ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির স্বকীয়তা, অধিকার ও অস্তিত্ব রক্ষার লক্ষ্যে ইউপিডিএফ (গণতান্ত্রিক) তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন আয়োজন করেছে। অনুষ্ঠানটি খাগড়াছড়ি সদর মধুপুরস্থ দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা এবং সাধারণ সম্পাদক শ্রী মিটন চাকমা।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভাপতি শ্যামল কান্তি চাকমা তাঁর বক্তব্যে বলেন, ২০১৭ সালের ১৫ নভেম্বর দলের আত্মপ্রকাশের পর থেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) জুম্ম জাতির অধিকার ও অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্য, এক অভিন্ন লক্ষ্য ও প্রগতিশীল চিন্তাধারার প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করেন।

দলের সাধারণ সম্পাদক মিটন চাকমা বলেন, দলের কার্যবিধি, শৃঙ্খলা, কর্মীদের নিবেদন ও ত্যাগী মনোভাবেই দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

তিনি জোর দিয়ে বলেন, “জাতির সংকটে কোনো আপোষ নয়; জনগণের অধিকার রক্ষার জন্য দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও কর্মীরা এক অভিন্ন প্রতিজ্ঞা ব্যক্ত করেন— জুম্ম জাতির স্বকীয়তা, অধিকার ও অস্তিত্ব রক্ষায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) আগামীতেও অবিচল ভূমিকা পালন করবে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় রেখে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed