মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪

মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪

মণিপুরে যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সমন্বিতভাবে ব্যাপক অভিযান জোরদার করেছে। এতে ইম্ফল পূর্ব ও থৌবাল জেলা থেকে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সক্রিয় সদস্য এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এনএইচ-৩৭ জাতীয় সড়কে জরুরি পণ্যবাহী যান চলাচলও নিরাপদ রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সরকারি সূত্র জানায়, শুক্রবার ইম্ফল পূর্ব জেলার আন্দ্রো থানার আওতাধীন আন্দ্রো খারাম লেইকাই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন প্রেপাক (PREPAK)-এর সক্রিয় সদস্য ফানজৌবাম থাজামানবি দেবী (২২) ওরফে চাইবি ওরফে মালেম্নগানবিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি আধার কার্ড জব্দ করা হয়।

একই দিন হুইকাপ মাখা লেইকাই এলাকা থেকে কন্থৌজম রাজেন সিংহ (৪৮) নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ৬ নভেম্বর ইম্ফল পূর্ব জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রপিএফ/পিএলএ (RPF/PLA) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে—থৌবাল জেলার হেইরক পার্ট-টু এলাকার লৈশ্রম কৃষাণ সিংহ (৩১) এবং আন্দ্রো উচন মাইয়াই লেইকাইয়ের সেলহেইবাম জয়সানা মেইতেই (৪৮) ওরফে জয়মানি ওরফে মালেই, যিনি সংগঠনের স্বঘোষিত মেজর।

অভিযানকালে একটি .৩৮ বোর পিস্তল ও তিন রাউন্ড গুলি, দুটি চারচাকা গাড়ি, দুইটি মোবাইল ফোন, এসআইএম কার্ড, দুইটি ওয়ালেট এবং ৬০ হাজার ৩০০ রুপি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ইম্ফল পূর্ব জেলার বিভিন্ন স্কুল, ইটভাটা, হাসপাতাল ও ফার্মেসির মালিকদের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় টহল ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed