আলীকদম সীমান্তে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের নাগরিক আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী সিন্দুরমুখ পাড়া এলাকা থেকে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। গত ৭ নভেম্বর (শুক্রবার) সকালে পোয়ামুহুরী বেস ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ছোট আগলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৬ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে টহল অভিযানের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। টহল অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তৌহিদ (৩১ বীর)।
আটককৃত ব্যক্তির নাম চুংফ ম্রো (২৫); তিনি মিয়ানমারের ম্রো সম্প্রদায়ের এবং তার পিতার নাম মৃত কাইক্ল ম্রো।
আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় ৫১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় ওই ব্যক্তিকে এবং উদ্ধারকৃত টাকা পোয়ামুহুরী বিওপি কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়।
পরে ৩০ বিজিবির নির্দেশে নায়েক সুবেদার মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে আট সদস্যের একটি বিজিবি দল অস্ত্র-গোলাবারুদসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে নানা কারণে বিদেশি অনুপ্রবেশের হার বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ও নজরদারি আরো বৃদ্ধি করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।