কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে ৩০ অসহায় পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের স্থানীয় মানুষের জীবিকায়ন এবং স্বাবলম্বীকরণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্নেল নাজমুল কাদির শুভ-এর তত্ত্বাবধানে কাপ্তাই এলাকায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় জোন অধিনায়ক প্রান্তিক পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে হাতে ছাগল ও হাঁস-মুরগি তুলে দেন।
এসময় বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার মেজর তানভীর হাসান সিফাত ও বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, এদিন কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার মোট ৩০টি পরিবারকে (২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, হাঁস-মুরগি এবং খোয়াড় প্রদান করা হয়েছে।
উপকারভোগী সুমি বিশ্বাস, মর্জিনা আক্তার, রেদা মং মারমা, অংথোয়াইসিং মারমা এবং শানু অং মারমা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পরিবারকে স্বনির্ভর হতে সহায়তা করবে।
বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদোমং মারমা বলেন, “সেনাবাহিনী আমাদের ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা পালন করছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
কাপ্তাই জোন অধিনায়কর লে. কর্নেল নাজমুল কাদির শুভ বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করতে কাপ্তাই জোন নিয়মিতভাবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।