বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের ত্রিমুখী সহযোগিতা জোরদার করতে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ও নির্বাচনি পরীক্ষাকে সামনে রেখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন নিশ্চিত করতে নিয়মিত এই সমাবেশকে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে আসছে।

সমাবেশে জানানো হয়, পরীক্ষার প্রস্তুতি আরও ফলপ্রসূ করতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বাড়িতে ইতিবাচক আচরণ বজায় রাখার ক্ষেত্রে অভিভাবকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। পাশাপাশি আবহাওয়া পরিবর্তনজনিত অসুস্থতা থেকে রক্ষা, শারীরিক-মানসিক সুস্থতা বজায় রাখা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অভিভাবকরা তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরে জানান, শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের মতো গুণাবলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠানটির বিভিন্ন সাফল্যের জন্য অভিভাবকরা করতালির মাধ্যমে এসিপিএসসিকে শুভেচ্ছা জানান।

সমাবেশের সভাপতিত্ব করেন এসিপিএসসি’র অধ্যক্ষ লেঃ কর্নেল মেজর খন্দকার মোশতাক আহমেদ।
তিনি অভিভাবকদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আরও এগিয়ে যাবে। পরে তিনি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও পরীক্ষামুখী প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এ ধরনের সমাবেশ আয়োজন করে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।