মাটিরাঙ্গায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সেনাবাহিনীর মহড়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদুর রহমান।
অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধ ও দ্রুত উদ্ধার তৎপরতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন এমএস শাহরিয়ার।
তিনি বলেন, “দুর্যোগ প্রতিরোধ নয়, প্রতিকার করতেই হবে। এজন্য সকলকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধি পেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। যে কোনো দুর্যোগ মুহূর্তেই সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”
এ সময় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুনুর রশিদ অগ্নি নির্বাপণ সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি ও তা সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদসহ স্থানীয় গণমান্য ব্যক্তি, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ মহড়ায় অংশগ্রহণ করেন।
মাহড়ায় বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী প্রতিষ্ঠান, কেমিকেল দোকান এবং লেপ-তোশক ব্যবসায়ীদের দোকানে বালু, পানি ও অগ্নিনির্বাপক রাখা বাধ্যতামূলক করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি আগুন লাগার ঘটনায় প্রথম মুহূর্তে করণীয় বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, শুষ্ক মৌসুমে পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস নিয়মিতভাবে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।