রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক, সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর

রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক, সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর

রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক, সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সশস্ত্র সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে রামগড় থানায় হস্তান্তর করে।

আজ রবিবার (৯ নভেম্বর) বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালছড়ি-গরুকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত সন্ত্রাসীর নাম দুর্গা চাকমা ওরফে নয়ন (৩৫)। তিনি ইউপিডিএফের সশস্ত্র সদস্য এবং গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখার সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বাড়ি গরুকাটা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাহাড়ি টিলা থেকে কচুর ছড়া আনতে গেলে একটি সিএনজি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিল দুর্গা চাকমা। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ধাওয়া করে দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ আটক করে খাগড়াবিল বাজার এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার এক সহযোগী পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরবর্তী সময়ে স্থানীয় জনগণ বিষয়টি সেনাবাহিনীর আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষকে অবহিত করলে, ক্যাপ্টেন তানজিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ওই সন্ত্রাসীটিকে আটক অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাকে সেনাবাহিনী অস্ত্রসহ রামগড় থানায় হস্তান্তর করে।

রামগড় থানার ওসি (তদন্ত) জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় ইউপিডিএফ প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন সময়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে, চাঁদাবাজি করছে এবং আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্রবাণিজ্যের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed