কুমিল্লায় আ.লীগের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জ দাবিতে নীলফামারীর ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
![]()
নিউজ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষিত হবে আগামী ১৩ নভেম্বর। এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর থেকে ‘গৌরীপুরে আওয়ামী লীগের পাছা লাল করে দিতাছে দেশপ্রেমিক সেনাবাহিনী’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে কুমিল্লার গৌরীপুরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া ও লাঠিচার্জের ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের সেপ্টেম্বরে নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানির আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Arman Vlog Sdp নামক ফেসবুক পেজে গত ০২ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গত ০২ সেপ্টেম্বরে নীলফামারী উত্তরা ইপিজেড এলাকার দৃশ্য।
পরবর্তীতে, সরেজমিন বার্তার ইউটিউবে চ্যানেলে গত ০২ সেপ্টেম্বর ‘নীলফামারী উত্তরা ইপিজেডে সেনাবাহিনী সরাসরি একশনে…’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ভিডিও ফুটেজের প্রথমাংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং এতে একজন শ্রমিক নিহত হন। প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজে উক্ত এসব ঘটনার দৃশ্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে এখন টিভির ওয়েবসাইটে গত ০২ সেপ্টেম্বর ‘নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
গুগল ম্যাপের সহায়তায় জিও লোকেশন বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সৈয়দপুর-নীলফামারী সড়কে উত্তরা ইপিজেডের প্রবেশপথ ও ওভারব্রিজের সংযোগস্থলের কাছাকাছি এলাকাটির রাস্তায় ধারণ করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি কুমিল্লার গৌরীপুরে ঘটেনি।
সুতরাং, গৌরীপুরে আওয়ামী লীগের কর্মীদের সেনাবাহিনীর ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা দাবিতে নীলফামারী ইপিজেড এলাকায় শ্রমিকদের সাথে যৌথবাহিনীর সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Arman Vlog Sdp – Facebook Post
- Sorejomin Barta – নীলফামারী উত্তরা ইপিজেডে সেনাবাহিনী সরাসরি একশনে…
- Ekhon TV – নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১
- Google Map – Location

