রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ‘শহীদ কর্নেল নকীব হল’-এ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার।

সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কগণ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, “বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সাহস, আনুগত্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। রেজিমেন্টের সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেমন অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনি শান্তি রক্ষা ও জাতিসংঘ মিশনে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের সুনাম বৃদ্ধি করেছে।”
তিনি আরও বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এখন সময়ের দাবি। নতুন প্রজন্মের অফিসার ও সৈনিকদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে— যাতে তারা জাতির প্রত্যাশা পূরণে সর্বদা প্রস্তুত থাকে।”

এর আগে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রেজিমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টডক-এর জিওসি, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআইআরসি ও রাজশাহী স্টেশনে কর্মরত অফিসারবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, ২০০১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এখন সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ রেজিমেন্ট হিসেবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত এলাকায় অপারেশন, শান্তিরক্ষা ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।