রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সেইসঙ্গে শরণার্থীদের শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা কর্মসূচিও পরিদর্শন করছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান চ্যাপম্যান। পরে ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্পের (রোহিঙ্গা ক্যাম্প-৭) উদ্দেশে রওনা হন।

প্রথমেই তিনি ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, উপকরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন।

নারীরা কীভাবে গৃহস্থালি বাগান, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন- সে বিষয়ে বিস্তারিত জানতে চান মন্ত্রী।

পরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন।

দুপুরে মধুছড়া এলাকায় গিয়ে সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করার কথা রয়েছে তার। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও এলএসডিএস-এর সহায়তায় পরিচালিত এ প্রকল্পে রোহিঙ্গা নারী-পুরুষ একসঙ্গে কাজ করে জীবিকা উন্নয়নে অংশ নিচ্ছেন।

মন্ত্রী চ্যাপম্যানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিশেষ উপদেষ্টা অ্যামেলি গেরিকে, ডেপুটি হাই-কমিশনার জেমস গোল্ডম্যান, মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি, মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা মারিনেলা বেবোস-গলশেটি।

দিনব্যাপী সফরের সমন্বয় করছেন ইন্টার-সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি)। তার এ সফরের মূল লক্ষ্য- রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় চলমান আন্তর্জাতিক কার্যক্রম সরেজমিনে দেখা এবং যুক্তরাজ্যের ভবিষ্যৎ মানবিক সহযোগিতা নির্ধারণে তথ্য সংগ্রহ করা বলছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed