বাঘাইছড়িতে নদী পথ ব্যবহার করে পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ৬০০ ঘনফুট গোলকাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীকে ব্যবহার করে অভিনব কৌশলে বাঁশের ভেলার সঙ্গে ঝুলিয়ে বিপুল পরিমাণ গোলকাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করেন।
অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
উপস্থিত ছিলেন ২৭ বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এবং বনবিভাগের কর্মকর্তা রেজাউল করিম।
বিজিবি জানায়, পাচারকারীরা ভোররাতে নদীপথ ব্যবহার করে কাঠ পাচারের চেষ্টা করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্ত ও নদীপথকে কেন্দ্র করে কাঠ পাচারকারীরা নিয়মিত নতুন কৌশল নিচ্ছে। তবে পাচাররোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং চোরাচালান প্রতিরোধে এমন অভিযান আরও ঘনঘন পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় অবৈধ কাঠ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী নদীপথে নজরদারি আরও জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।