রোহিঙ্গাদের জন্মসনদ প্রদানঃ সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
![]()
নিউজ ডেস্ক
২০১৭ সালের ১৭ জুলাই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ থেকে ছয় রোহিঙ্গাকে জন্মসনদ দেয়ার অভিযোগে সে বছরের ১৪ সেপ্টেম্বর পাঁচটি জন্মসনদসহ রোহিঙ্গাদের আটক করেছিলো পুলিশ। এ সময় পুলিশের হাতে ধরা পড়া রোহিঙ্গাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয় এবং জন্মসনদ আইন অমান্য করে রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৯ ফেব্রুয়ারি রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে একথা জানা যায়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়। সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।