চাহিদামতো চাঁদা পেয়ে লামায় শিক্ষকের বসতবাড়িতে আগুন - Southeast Asia Journal

চাহিদামতো চাঁদা পেয়ে লামায় শিক্ষকের বসতবাড়িতে আগুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামায় স্কুলশিক্ষক মোঃ খালেকুজ্জামানের বসতবাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গত ৯ ফেব্রুয়ারি রোববার ভোরে রুপসীপাড়া ইউনিয়নের হাফেজ পাড়ায় এ ঘটনা ঘটে।

শিক্ষক খালেকুজ্জামান জানান, ‘গত ৩ ফেব্রুয়ারি ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আমার কাছে একটি উড়োচিঠি আসে। এই চিঠিতে থাকা মোবাইল নম্বরে কল করলে কেউ রিসিভ করেনি। পরে বিষয়টি লামা থানার পুলিশকে অবহিত করি। রোববার ভোরে আমার টিনের ঘরটিতে আগুন জ্বলতে থাকলে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ি। মুহূর্তের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সন্ত্রাসীদের লাগানো আগুনে বাড়িতে থাকা ৫ মেট্রিক টন ধান ও ঘরের মূল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বৈদ্য ভিটার পাড়া বাসিন্দা চনুমং মার্মা বলেন, ‘আমার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে একটি উড়োচিঠি আসে। কিন্তু সে চিঠিতে উল্লেখিত মোবাইল নম্বরে ফোন দিলে কেউ রিসিভ করেনি।’ স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু তাহের ও মোঃ শফি বলেন, ‘সন্ত্রাসীদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ‘ইউনিয়নের মাস্টারপাড়ার পাইংশৈপ্রু মার্মার ছেলে ছিং ছিং মার্মা (২৫) লামার বাহিরে দুই সহযোগী নিয়ে রুপসীপাড়াসহ বিভিন্ন এলাকায় চুরি ও অপরাধমূলক কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে শান্তি শৃংখলা রক্ষার্থে স্থানীয় পরিষদ সদস্য, হেডম্যান ও কারবারীদের সঙ্গে একটি বৈঠকে প্রস্তুতি নেওয়া হয়েছে।’

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল হক বলেন, ‘এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই এলাকায় পুলিশি তহল জোরদার করা হয়েছে।’

You may have missed