সেনাবাহিনীর কঠোর নজরদারি: রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে ৬ রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ছয় রোহিঙ্গা পুরুষকে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ-এর নির্দেশনায় এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশির সময় চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা ছয়জন সন্দেহভাজন যাত্রীর পরিচয়পত্র যাচাই করেন। তারা জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং নিজেদেরকে উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।
আটক ব্যক্তিরা হলেন— রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মো. সাগের (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধে জোন অধিনায়কের নির্দেশনায় দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা অব্যাহত থাকবে বলেও সেনাবাহিনী আশ্বস্ত করেছে।
প্রসঙ্গত, পার্বত্য এলাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ বিভিন্ন অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে উদ্বেগ রয়েছে, ফলে এসব তল্লাশি কার্যক্রম স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।