সরকারি সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন
![]()
নিউজ ডেস্ক
পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
শনিবার (১৫ নভেম্বর) সকালে তিনি আমিরাতের বিমান বাহিনী ও এয়ার ডিফেন্স কমান্ডারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
জানা গেছে, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ সফরে তিনি দুবাইয়ে অনুষ্ঠিতব্য Dubai International Air Chiefs’ Conference (DIACC) 2025 এবং Dubai Air Show 2025-এ অংশ নেবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের বিমান বাহিনীর পেশাগত সহযোগিতা ও প্রযুক্তিগত আদান–প্রদান আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি এ সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।