ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৭৫ জন দরিদ্র মানুষ

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৭৫ জন দরিদ্র মানুষ

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৭৫ জন দরিদ্র মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্তে ৪৭৫ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রেজুপাড়া বিওপি এলাকায় দিনব্যাপী এ মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম- এর নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল টিম এলাকাবাসীর স্বাস্থ্যপরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করে। দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার অভাব ও সীমান্ত এলাকায় চিকিৎসার সীমিত সুযোগের কারণে স্থানীয়দের মধ্যে এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে।

চিকিৎসাসেবার পাশাপাশি বিজিবি স্থানীয় মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে। এছাড়া এলাকার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা সামাজিক সহায়তার অংশ হিসেবে ব্যাটালিয়নটি নিয়মিত পরিচালনা করে আসছে।

মানবিক কার্যক্রম সম্পর্কে লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা ও চোরাচালান প্রতিরোধেই নয়, দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও সবসময় পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং স্থানীয় জনগণের সহায়তা—এই তিন সমন্বিত ভূমিকা পালন করে বিজিবি দেশের সীমান্ত এলাকায় একটি নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed