মণিপুরে বড় ধরনের জঙ্গি দমন অভিযান: ৪০ কেজি বিস্ফোরকভর্তি লং-রেঞ্জ রকেট উদ্ধার

মণিপুরে বড় ধরনের জঙ্গি দমন অভিযান: ৪০ কেজি বিস্ফোরকভর্তি লং-রেঞ্জ রকেট উদ্ধার

মণিপুরে বড় ধরনের জঙ্গি দমন অভিযান: ৪০ কেজি বিস্ফোরকভর্তি লং-রেঞ্জ রকেট উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরের চুরাচাঁদপুর জেলায় জঙ্গিবিরোধী এক বৃহৎ অভিযানে প্রায় ৪০ কেজি বিস্ফোরকভর্তি একটি দীর্ঘ-পাল্লার রকেট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার পুলিশ জানিয়েছে, ১১ নভেম্বর জেলার গিলমোল গ্রাম থেকে উদ্ধার হওয়া রকেটটির সঙ্গে একটি লঞ্চিং স্ট্যান্ড ও ব্যাটারি ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে যে অস্ত্রটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল।

পুলিশ জানায়, রাজ্যের একাধিক জেলায় সমন্বিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব উদ্ধার করা হয়।

মণিপুরে বড় ধরনের জঙ্গি দমন অভিযান: ৪০ কেজি বিস্ফোরকভর্তি লং-রেঞ্জ রকেট উদ্ধার

কাংপোকপি জেলার সাংলুং গ্রামের কাছে নিরাপত্তা বাহিনী একটি বড় অস্ত্রভাণ্ডার উদ্ধার করে। এর মধ্যে ছিল—জার্মান তৈরি একটি রাইফেল, দুটি বোল্ট-অ্যাকশন রাইফেল, চারটি পুল-মেকানিজম রাইফেল, একটি ইম্প্রোভাইজড মর্টার, হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর ও একটি রেডিও সেট।

একই দিনে গিলবাং জঙ্গল এলাকায় আরেকটি অভিযানে উদ্ধার হয়—একটি সিএমজি কারবাইন, একটি .৩০৩ রাইফেল, দুটি পিস্তল, নয়টি বোল্ট-অ্যাকশন রাইফেল, একটি দেশীয় তৈরি এসবিবিএল বন্দুক, স্থানীয়ভাবে প্রস্তুত গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক এবং যোগাযোগ সরঞ্জাম।

মণিপুরে বড় ধরনের জঙ্গি দমন অভিযান: ৪০ কেজি বিস্ফোরকভর্তি লং-রেঞ্জ রকেট উদ্ধার

পুলিশ বলেছে, এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা সংঘাতপ্রবণ অঞ্চলে উন্নতমানের অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অস্ত্র পাচাররোধে আরও জোরদার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মণিপুরের বিভিন্ন জেলায় নিরাপত্তা বাহিনী ধারাবাহিকভাবে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করছে, যা রাজ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *