মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ উদ্বেগ: রাত্রীকালীন কারফিউ জারি
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সীমান্তে বেআইনি অনুপ্রবেশ ও নিষিদ্ধ উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যদের চলাচল ঠেকাতে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা প্রশাসন সীমান্তবর্তী এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছে। মঙ্গলবার জারি করা এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ‘জিরো লাইন’ থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। দুই মাস পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
ইস্ট খাসি হিলস জেলার জেলা ম্যাজিস্ট্রেট আর এম কুরবাহ এক আদেশে বলেন, সীমান্তের বেশ কয়েকটি স্থান এখনো অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ, যেখানে বেআইনি অনুপ্রবেশকারী, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য, চোরাকারবারি ও সংগঠিত অপরাধচক্রের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে।
আদেশে আরও বলা হয়, রাতের অন্ধকারে এসব গোষ্ঠীর সদস্যরা ‘জিরো লাইনে’ ভিড় জমিয়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, এমন আশঙ্কা থেকেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারফিউ চলাকালে বাংলাদেশে প্রবেশ বা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ সমাবেশ, অস্ত্র বা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কোনো বস্তু বহনও নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া বলা হয়, গবাদিপশু, মাদকদ্রব্য, সুপারি, পানপাতা, শুকনো মাছ, সিগারেট, চা-পাতাসহ সব ধরনের চোরাচালান কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে বেআইনি অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নজরদারি বৃদ্ধি করেছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।