বান্দরবান জোন অধিনায়কের আশ্বাস- ‘বম পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর’

বান্দরবান জোন অধিনায়কের আশ্বাস- ‘বম পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর’

বান্দরবান জোন অধিনায়কের আশ্বাস- ‘বম পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নিজ এলাকায় ফিরে আসতে ইচ্ছুক বম সম্প্রদায়ের পরিবারগুলোর পূর্ণ নিরাপত্তা ও পুনর্বাসনের দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বান্দরবান সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ।

আজ বুধবার জোন সদরস্থ বলিবল গ্রাউন্ডে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী ২৬টি পরিবারের মাঝে রসদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

জোন অধিনায়ক বলেন, “আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আপনাদের পরিচিত যে সকল বম পরিবার নিজ এলাকায় ফিরে এসে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, তাদের পুনর্বাসনের দায়িত্ব সেনাবাহিনীর। যে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করুন, অথবা প্রয়োজনে সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন—মনে কোনো দ্বিধা রাখবেন না।”

তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলায় এটি তার টানা চতুর্থ দায়িত্ব পালন। “এই অঞ্চলের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি চাই না আপনাদের কোনো পরিবার দুঃসহ অবস্থায় থাকুক। আপনাদের যেকোনো সমস্যায় বান্দরবান সেনা জোন পাশে থাকবে,”—যোগ করেন তিনি।

বান্দরবান জোন অধিনায়কের আশ্বাস- ‘বম পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর’

জোন অধিনায়ক বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলার সব ধর্ম ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে ২৬টি বম পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি লবণ, ৫ কেজি তেল, ৫ কেজি আলু ও ৫ কেজি পেঁয়াজ করে বিতরণ করা হয়।

এসময় জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলামসহ জোনের পদস্থ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাহাড়ে স্বাভাবিক জীবনযাপনে আগ্রহী বম জনগোষ্ঠীর পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ সাম্প্রতিক নিরাপত্তা ও মানবিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *