বান্দরবানে ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চে সেনাবাহিনীর পক্ষ হতে সরঞ্জামাদি উপহার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চ (ইসিসি)-এর অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর পক্ষ থেকে ১১০টি চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে বান্দরবান রিজিয়ন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ রহমান ইসিসি চার্চের দায়িত্বপ্রাপ্তদের হাতে চেয়ারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
চেয়ার গ্রহণের পর ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চের দায়িত্বপ্রাপ্তরা সেনাবাহিনীর এই সহায়তাকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে গভীর প্রশংসা জানান।
তাদের মতে, পাহাড়ি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মেজর পারভেজ রহমান বলেন, বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় জনগণের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই জনসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় স্থানীয় জনগণের পাশে থেকে সহযোগিতা দিয়ে আসছে, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে স্থানীয়রা মনে করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।